gkbengali.in এর পর্বে আজ আলোচনা করব genaral knowledge (gk in Bengali) যা বিভিন্ন চাকরীর পরীক্ষায় মোকাবেলা করার জন্য সেরা প্রশ্নগুলোর ৯০+ প্রশ্ন



সাধারন_জ্ঞানের_প্রশ্নোত্তর current affairs


1.বর্তমানে 2011 সালের সেন্সাস অনুযায়ী ভারতে শিক্ষার হার আনুমানিক কত? 74%

2. বিশ্ব জনসংখ্যা দিবস কোন দিন পালিত হয়? 11 জুলাই

3. Bwn জলবায়ু নীচের কোনটি? উষ্ণ মরু জলবায়ু

4. ” মেঘ বিস্ফোরণ ” কি? ভারী বৃষ্টি

5. বিশ্বের কত শতাংশ মানুষ সমতলে বাস করেন? 90%

6. ভারতের কোন রাজ্যে বনভূমির পরিমান সবচেয়ে বেশি? মধ্যপ্রদেশ

7. ভারতের মোট কটি রাজ্যের উপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা অতিক্রম করেছে? আট

8. ভেম্বুনাদ লেক একপ্রকার? কয়াল

9. ডানকান প্যাসেজ রয়েছে কাদের মধ্যে? দক্ষিণ আন্দামান এবং লিটল আন্দামান

10. পৃথিবীর উচ্চতম পর্বতশৃঙ্গ যে স্থানে অবস্থিত? নেপাল চীন সীমান্ত

৪৩। সার হিসাবে ব্যাবহার করা হয় এমন শৈবালের নাম কি ? উঃ অ্যানাবিনা , নস্টক

৪৪। কোন ধাতুর আকরিকের নাম 'গ্যালেনা' ? উঃ সীসা

৪৫। 'পিউটার' ধাতু সংকর উপাদানে কি কি থাকে ? উঃ ৫০% সীসা ও ৫০% টিন

৪৬। তড়িৎ রাসায়নিক শ্রেণিতে তামার স্থান হাইড্রোজেনের উপরে না নিচে ? উঃ নিচে

৪৭। ' সোরেল সিমেন্ট ' কি কাজে ব্যাবহার করা হয় ?উঃ দাঁতের চিকিৎসায় ব্যাবহার করা হয়

৪৮। স্থায়ী চুম্বক তৈরি করতে কোন লোহা ব্যাবহার করা হয় ? উঃ ইস্পাত

৪৯। যে কোনো লেবু জাতীয় ফলে কোন অ্যাসিড থাকে ? উঃ সাইট্রিক অ্যাসিড

৫০। 'টায়ালিন' কোন জাতীয় খাদ্যকে পাচিত করে ? উঃ শ্বেতসার

51. মানুষের দাঁতের কঠিন অংশটির নাম কি?

এনামেল।

52.কোন প্রানীকে কাঁটার মুকুট আখ্যা দেওয়া হয় ?

তারা মাছ ।

53.ক্রোমোজোমের নিউক্লিওজম মডেল কোন বিজ্ঞানী প্রবর্তন করেন?

রজার ডেভিড কর্ণবার্গ ।

54.ভিনিগার কিসের জলীয় দ্রবন ?

অ্যাসেটিক অ্যাসিড ।

55. লিট্মাস পেপারের দ্রবন কোন রঙকে নির্দেশ করে ?

লাল রঙকে .

56.কোন আঁশ খালি চোখে দেখা যায় না?

প্লাকইড (Placoid)।

57. কোন স্তন্যপায়ী প্রাণীর দেহে লোম থাকে না?

তিমি।

58.যেসব প্রাণীর রাত্রি কালীন মল খাওয়ার অভ্যাস আছে ,তাদের কি বলে?

কোপ্রোফ্যাগি।

59.পেস্ট প্রতিরোধক শস্য গুদামকে কী বলে?

পুসা বিন।

60.মৌমাছি কতদিন বাঁচে?

৫০ - ৬০ দিন।

61.কোন ভিটামিন কে বায়োটিন বলে?

ভিটামিন H।

62.মহিলাদের হাড়ের ক্ষয় সংক্রান্ত রোগ কোন বয়সে দেখা যায়?

৪০ - ৪৫ বছর।

63.ফ্যাট কিসে দ্রবণীয়?

ইথার ও ক্লোরোফর্ম।

64.ক্রেবস চক্রে মোট কত অনু ATP তৈরি হয়?

১২ অনু।

65.সাধারণ মানুষের দেহে কলেস্টেরলের স্বাভাবিক মাত্রা কত?

প্রতি১০০ মিলিলিটার রক্তে ১৫০ - ২৫

৭৯.প্লাস্টিক শিল্পে ব্যবহৃত ' PVS 'শব্দ টির অর্থ কি?

উঃ পলিভিনাইল ক্লোরাইড।

৮০.পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষজ ত্বরণের মান কত?

উঃ শূন্য।

৮১.কোন লোহায় কার্বনের পরিমান সবচেয়ে কম থাকে?

উঃ রট আয়রন।

৮২.কোন মৌলের আইসোটোপ নেই?

উঃ সোডিয়াম।

৮৩.বরফের সঙ্গে সাধারণ লবণ মেশালে বফের গলনাঙ্ক কমে না বাড়ে?

উঃ কমে।

৮৪.তিন ভরসংখ্যার হাইড্রোজেন কে কি বলে?

উঃ ট্রাইটিয়াম ।

৮৫.ঘড়িতে দম দিলে কোন শক্তি সঞ্চিত হয়?

উঃ স্থিতি শক্তি।

৮৬.হীরের পর পৃথিবীতে সবচেয়ে কঠিন বস্তু কি?

উঃ করানডাম।

৮৭.লোহার জিনিসের উপর জিঙ্কের প্রলেপ দেওয়াকে কি বলে?

উঃ গ‍্যালভানাইজেশন।

৮৮.ডুবুড়ির অক্সিজেন সিলিন্ডারে আর কোন গ্যাস থাকে?

উঃ নিয়ন।

৮৯.কোন বর্ণের আলোর তরঙ্গ দৈর্ঘ‍্য কম?

উঃ বেগুনি।

৯০.স্টিম ইঞ্জিনে তাপ শক্তি কিসে পরিণত হয়?

উঃ যান্ত্রিক শক্তিতে।

৯১.ডি এন এস বলতে কি বোঝায়?

উঃ ডোমেইন নেম সিস্টেম ।

৯৩.একটি ইলেক্ট্রো ম্যাগনেট তৈরি করতে কোন ধাতু ব্যাবহার করা হয়?

উঃ নরম লোহা।

৯৪.তিনটি প্রাথমিক রং কি কি?

উঃ লাল, নীল, সবুজ।

৯৫.রেনে ডেকার্ট কেন বিখ্যাত?

উঃ জ্যামিতিতে বীজগণিতের সূত্র প্রয়গের ফলে।

৯৬.অ্যানাটমির জনক কে?

উঃ আনদ্রিয়াস ভেসালিয়াস।

৯৭.খনি শ্রমিকের বন্ধু কাকে বলা হয়?

উঃ হামফ্রে ডেভিক


ভালো লাগলে পোস্টটি শেয়ার করুন এবং কমেন্ট করে জানান কেমন লাগলো।